প্রতিষ্ঠানের ইতিহাস

image-not-found

মহান আল্লাহ পাক এবং তার হাবিবের অশেষ মেহেরবাণীতে দেশ বরেণ্য আলেমে দ্বীন হযরত আল্লামা আলহাজ্ব আবদুল বারী জেহাদী নকশে বন্দী আল মোজাদ্দেদী(রঃ) এর আর্থিক, শারিরীক এবং সার্বিক পরামর্শক্রমে ০১-০১-১৯৯০ ইং সনে লাকসাম উপজেলার ইরুয়াইন গ্রামের অতি মনোরম পরিবেশে হুজুর কেবলার নামানুসারে এম.এ.বারী জেহাদীয়া মোজাদ্দেদীয়া দাখিল মাদরসাটি প্রতিষ্ঠিত হয়।
হুজুর কেবলা আন্তজার্তিক বক্তা ছিলেন বিধায় সরকারের উচ্চ মহলে তাঁর অনেক পরিচিত লোক ছিলেন। তাদের ঐকান্তিক সাহোযোগিতায় প্রথমে ১৯৯০ ইং সনে এম.এ.বারী জোহাদীয়া মোজাদ্দেদীয়া সিনিয়ার মাদরাসা প্রতিষ্ঠা করেন। ফাযিল মাদরাসার যাবতীয় কাগজপত্র হুজুর প্রস্তুুত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহদয়ের মাধ্যমে বিভিন্ন অফিসে জমা দেন। সে সুবাদে ১৯৯০ ইং সনের নভেম্বর মাসের ২২ তারিখে তৎকালীন মাদরাসা বোর্ড চেয়ারম্যান জনাব আঃ মান্নান এবং মাদরাসা পরিদর্শক জনাব মোঃ আঃ মালেক সাহেব মাদরাসা পরিদর্শন করেন। নতুন নীতিমালা অনুসারে একসাথে দাখিল, আলিম,ফাজিল, খোলার অনুমতি দেওয়ার বিধান নাই বিধায় ০১-০১-১৯৯০ ইং সনে দাখিল ৯ম শ্রেণী খোলার অনুমতি প্রদান করা হয়। সেই থেকে উক্ত মাদরাসার পথচলা শুরু। অনেক বাধা বিপত্তি ঝড় তুপান পেরিয়ে ১৯৯৪ ইং সন থেকে মাদরাসার শিক্ষক কর্মচারীদের বেতন ভাতাদি সরকার মহোদয়ের পক্ষ থেকে পেয়ে আসছেন। প্রতিষ্ঠাতা শিক্ষক/কর্মচারী গণের মধ্যে ০২ জন শিক্ষক ও ০১ জন কর্মচারী অবসর গ্রহণ করেছেন। বর্তমানে সরকারি নিতিমালা অনুযাযী মাদরাসার শিক্ষক/কর্মচারী পূর্ণ আছে। সরকারি নীতিমালা অনুসারে ছাত্র/ছাত্রী সন্তোষজনক৷

সুপার সাহেবের বানী

image-not-found

সকল প্রসংসা সেই মহান সৃষ্টি কর্তার যিনি আমাদেরকে সৃষ্টির সেরা হিসাবে প্রেরণ করেছেন এই সুন্দর পৃথিবীতে তার প্রতিনিধিত্ব করার জন্য লাখো কোটি দুরুদ ও সালাম সেই হাবিবে খোদার প্রাতি যাঁকে তৈরী না করলে মহান আল্লাহ কোন কিছুই সৃষ্টি করতেন না। সাথে সাথে সালাম তাঁর সকল সাহাবা, তাবেয়ীন, তাবে তাবেয়ীন সহ যাঁদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা এই পৃথিবীতে ইসলাম ধর্ম পেয়েছি।
কৄতজ্ঞতা প্রকাশ করছি ঐ সকল শহীদদের প্রতি যাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি এই লাল সবুজের একটি দেশ ''সোনার বাংলা দেশ''
কৃতজ্ঞতা প্রকাশ করছি যাঁর অক্লান্ত পরিশ্রমে এবং আর্থিক অনুদানে আমাদের এই মাদ্রাসা ,সেই মহান ব্যক্তি মোজাদ্দেদে আলফে সানি শেখ আহমাদ ফারুকি ( রাঃ) এর দরবার শরীফ ভারতের সেরহেন্দ শরীফের খলীফা আল্লামা আলহাজ্ব আবদুল বারী জোহদী নকশে বন্দী আল মোজাদ্দেদী (রঃ) এর প্রতি,। যিনি ফাজিল মাদরাসার অধ্যক্ষের দায়িত্ব ত্যাগ করে নিজ নামে ,নিজের অর্থায়নে নিজের যায়গায় এই মাদরাসা প্রতিষ্ঠা করে আজ জান্নাতের মেহমান হয়ে আছেন ।
সকল সহকর্মিদের প্রতি আমি কৃতজ্ঞ যাঁরা তাঁদের অক্লান্ত পরিশ্রমে এই প্রতিষ্ঠানকে কৃতিত্বের সহিত পরিচালিত করে আসছেন। প্রতিষ্ঠাতা সুপার মহোদয়ের অবসরের পর থেকে আমি অত্র মাদরাসার দায়িত্ব ভার গ্রহণ করে আমার সহ কর্মিদের ঐকান্তিক সহযোগিতায় এই প্রতিষ্ঠাণের সার্বিক লেখা-পড়া মান উন্নয়ন করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। বর্তমান সরকারের মিশন ৪১ বাস্তবায়নের প্রাথমিক লক্ষে সকল প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েব সাইট খোলা কে আমি সাধুবাদ জানাচ্ছি মহন আল্লাহপাকের দরবারে উক্ত কার্যক্রমকে সুচারুরূপে পালন করতে আমরা যেন সচেষট্য হতে পারি ......। আমিন-------ছুম্মা আমিন ।

সভাপতির বাণী

image-not-found

মানব জাতির সূচনা লগ্ন থেকে প্রাকৃতিক পরিবেশ ও বাস্তব অভিজ্ঞতা থেকে মানুষ প্রতিনিয়ত জ্ঞান ও কৌশল আয়ত্ব করে চলছে। আর শত সহস্র বছরের সঞ্চিত ও অর্জিত জ্ঞান শেখানো হয় শিক্ষা প্রতিষ্ঠানে। যুগের প্রয়োজনে মানবের কল্যাণে সমাজ হিতৈষী ব্যক্তিরা কখনো কখনো শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকায় অবতীর্ণ হন। এমনিই ভাবেই দক্ষ, অভিজ্ঞ, জ্ঞানে সু-গভীর ও বিদ্যানুরাগী এক মহাপুরুষদেশ বরেণ্য আলেমে দ্বীন মরহুম হযরত আল্লামা আলহাজ্ব আবদুল বারী জেহাদী নকশে বন্দী আল মোজাদ্দেদী ( রঃ) সাহেবের আর্থিক, শারিরীক এবং সার্বিক পরামর্শক্রমে ০১-০১-১৯৯০ ইং সনে লাকসাম উপজেলার ইরুয়াইন গ্রামের অতি মনোরম পরিবেশে হুজুর কেবলার নামানুসারে এম.এ.বারী জেহাদীয়া মোজাদ্দেদীয়া দাখিল মাদরসাটি প্রতিষ্ঠিত হয়। সঠিক ধর্মীয়, নৈতিক শিক্ষা ও যুগোপযোগী আধুনিক শিক্ষার সমন্বয়ে বর্তমানে প্রতিষ্ঠানটি গুনগত ও মানসম্মত শিক্ষাদানে সক্ষম। বর্তমান সরকারের শিক্ষা বিষয়ক নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে শিক্ষকবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টায়, শিক্ষার্থীদের নিরলস অধ্যয়ন ও অধ্যবসায় এবং অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত পরামর্শে প্রতিষ্ঠানটি ১৯৯০ ইং সন থেকেই ৯ ম শ্রেণিতে মঞ্জরী হয়েছে। আল্লাহ তা’য়ালা এই প্রতিষ্ঠানটিকে সঠিক ইসলাম ও আধুনিক বিজ্ঞান সম্মত শিক্ষার মারকায হিসাবে কবুল করে নিন। আমিন!!!